এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে ব্যানার ফেস্টুন সহ একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমের আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষে অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাক, অন্যানের মধ্যে ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ” নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।