Home » » আটোয়ারীতে বলরামপুর ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষনা

আটোয়ারীতে বলরামপুর ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষনা

চিলাহাটি ওয়েব ডটকম : 25 June, 2019 | 11:47:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের এই বাজেট মঙ্গলবার দুপুরে বলরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বলরামপুর আদর্শ মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা উপস্থিত থেকে বাজেটের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ মোঃ খাদেমুল ইসলাম, অন্যানের মধ্যে বলরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মোঃ সইদুর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন পেশাজিবী ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।