Home » » বঞ্চিত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরন প্রকল্পের অবহিতকরন সভা

বঞ্চিত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরন প্রকল্পের অবহিতকরন সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 25 June, 2019 | 11:44:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, আমাদের সকলের প্রচেষ্টায় নির্যাতন মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। বঞ্চিত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুধু আইন দিয়ে নয় চাই সামাজিক আন্দোলন। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন। ২৫ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর উদ্যোগ সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে সমন্বিত উপায় বঞ্চিত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরন প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরন সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সোসাইটি ফর উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নেহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মাহিদুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন বিরল উপজেলার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস শুকুর, মুকুল চন্দ্র রায়, আমজাদ হোসেন, মোঃ আব্দুর রহমান, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সভাপতি ভিক্টর লাকড়া, মহিলা বিষয়ক ডে নাইট অফিসার রুমানা ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ব্লাস্ট এর সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মনিরা, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম। উল্লেখ্য, ৩বছর মেয়ার্দী এই প্রকল্পটি বিরল উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ৫ হাজার উপকার ভোগীদের নিয়ে বাস্তাবায়ন হবে।