Home » » পার্বতীপুরে প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দৃষ্টি ভঙ্গির পরিবর্তন বিষয়ক আলোচনসভা

পার্বতীপুরে প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দৃষ্টি ভঙ্গির পরিবর্তন বিষয়ক আলোচনসভা

চিলাহাটি ওয়েব ডটকম : 24 June, 2019 | 11:58:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন বিষয়ক আলোচনসভা অনুষ্ঠিত হয়। সোমাবার ২৪ জুন সকালে পার্বতীপুর উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আজগার আলীর সভাপতিত্বে ডিআরআরএ লিলিয়ান ফন্ডস এর সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) প্রোমোটিং রাইট ইনক্লুশন চাইল্ড উইথ ডিজএ্যাবিলিটি (পিআরআইসিডি) প্রকল্পের আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মন্মথপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা ল্যাম্ব হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার এনোস সরেন, কাম টু ওয়ার্কের অডিট অফিসার ধরনীকান্তা বর্মন, ইউপি সদস্য অনিল চন্দ্র, সমাজ সেবক ছাদেকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন,হাট কমিটির সদস্য, ইজারাদার, মেম্বার, গণ্যমান্যব্যক্তি, রাজনীতিবীদ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।