Home » » গাইবান্ধায় কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী পালিত

গাইবান্ধায় কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 21 June, 2019 | 11:29:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী পালিত। বৃহষ্পতিবার (২০ জুন) বিকেলে মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলা সভাপতি আমাতুর নূর ছড়ার সভাপতিত্বে এতে অংশ নেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিকতু প্রসাদ, শিরিণ আফরোজ, মায়া রাণী পোদ্দার, মাহফুজা খানম মিতা, নিয়াজ আকতার ইয়াসমিণ, কাকলী সাহা প্রমুখ। বক্তারা, কবির সমাজচেতনা ও নারী জাগরণে অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে সমাজপ্রগতির প্রতিটি স্তরে কবি সুফিয়া কামাল এক অনন্য নাম। বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অসহায় নারীদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। তার দেখানো পথে এগিয়ে আসে পরবর্তী প্রজন্ম।