Home » » পিপাসা

পিপাসা

চিলাহাটি ওয়েব ডটকম : 19 June, 2019 | 10:26:00 PM

> হাবিব মজুমদার < 

ছিন্নভিন্ন হয়ে যাক গেলে সব।
নিষ্ঠুরতার ছায়া গিলে খাক এই ভব।
লালিমা বেয়ে নেমে আসুক রক্তপিপাসুরা।
 ভূকম্পিত হয়ে ধ্বংস হোক তারা।

 আমি দেখতে চাই, আমি শুনতে চাই মোর নিজ কানে
মরণ চিৎকারের আঁওয়াজ যেন প্রকম্পিত হয় গগনে।
আমি তাদের রক্ত ধারায় হাত ছুঁড়ে ছুঁড়ে সাতার কাটবো।
কোনো এক ছিন্ন হাত দিয়ে নাওয়ের বৈঠা বানাবো।

আমি মৃতদেহের পাহাড় কে করবো জয়।
আমি নিজ চোখে দেখবো অগ্নিগর্ভের প্রলয়।
আমি ক্ষান্ত হবো নিশ্চিহ্নতা দেখে নেশায়িত চিৎকারে।
তার পর বিদায় নিবো অট্টহাসিতে শেষ প্রলয়ের ঝড়ে।