Home » » বাবার ভালবাসা

বাবার ভালবাসা

চিলাহাটি ওয়েব ডটকম : 16 June, 2019 | 7:34:00 PM


♥ ফারাবী আক্তার♥ 

বাবা তুমি চলে গেলে আমাদের রাখিয়া একা।
মাঝে মধ্যেই তো এসে, স্বপ্নে করিয়া যাও দেখা।
ছোট ক্ষণে হাত ধরে শিক্ষাঙ্গনে কুরআন পড়িতে,
বাবা তুমি আমার সঙ্গে যেতো রাস্তা পাড় করিতে।
 বাবা আমাকে মধ্যরাতে পড়ার জন্য প্রায় উঠাতো।
ফজর পর্যন্ত আমারই সঙ্গে জেগে জেগে থাকতো।
সবসময়ে বাবাই আমায় পড়ার জন্য দিতো অনুপ্রেরণা!
এস এস সি যখন পাশ করি, ছিলো বাবার খুশির বাসনা
পাড়ার ছোট- বড়, জ্ঞানী - গুণী বাবাকে করতো সম্মান।
সৎ পথে, এলাকায় বিচার ব্যবস্থায় বাবা ছিলো প্রধান।
বাবা আজ নেই! শুকনো মোর হৃদয়, এলাকার বসত বাড়ি,
প্রভু দয়াময় বাবাকে জান্নাত দান করুক এই দোয়াটা করি।