Home » » আটোয়ারীতে বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিক আটক

আটোয়ারীতে বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিক আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 12 June, 2019 | 11:44:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিককে আটক করে থানায় সোর্পেদ করার খবর পাওয়া গেছে। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে গত মঙ্গলবার বোধগাঁও বিজিবি’র নায়েক সুবেদার মোঃ ফজলুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় এই মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার ছেপড়াঝার মৌজাস্থ্য সীমান্ত পিলার নং ৪০০/৫ আর হতে অনুমান ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৩৬২০৬৮, এমএস- ৭৮ বি/৭ এর নিকট হতে একজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে আটক কৃত দু’জন সহ পলাতকের বিরুদ্ধেও মামলা রুজু করে থানায় সোর্পেদ করা হয়। আটককৃতরা হলেন, মোঃ তাজ উদ্দীন (৩৮), পিতা- মৃত- মগলো মোহাম্মদ, মোঃ আকেল বোবা (১৫), পিতা- মদরুল মোহাম্মদ, পলাতক হাবিল উদ্দীন (৪০), পিতা- ইসার উদ্দীন, উভয়ের সাং- চোতরাগছ, ডাকঘর- কুচিলা, থানা- ইসলামপুর, জেলা- উত্তর দিনাজপুর ভারত। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেন। #