Home » » উত্তর দেবে কি

উত্তর দেবে কি

চিলাহাটি ওয়েব ডটকম : 01 June, 2019 | 12:52:00 AM

॥ বদরুদ্দোজা বুলু ॥ 

 স্মৃতিগুলো বড্ডো বেয়াড়া
সময় অসময় বোঝে না।
ঠিক তোমার মত .....
কারণে অকারণে বার বার ফোন করো।
তোমার চোখ সিংহ রাশির মতো
ভালো মন্দ কোনটাই বোঝো না।
আমার দু’চোখের দৃষ্টি শুধু তোমাকেই খোঁজে
আর তোমার চোখ ........
আড় চোখে অন্যজনেরে দেখে।
ভূমিকম্পে বিধ্বস্তে ভেঙ্গে পড়া
বাড়ি ঘরের মতো মনটা আমার,
বার বার উঠতে গিয়ে হোচট খায়,
কারণ তুমি এখন অন্যের ঘরণী বলে।
স্মৃতিগুলো বড্ডো বেয়াড়া
 বার বার স্মরণ করিয়ে দেয়,
নদীর কিনারায় বসে মুক্ত বাতাস অনুভব করা,
বাড়ীর সামনের টংয়ে বসে লুডু খেলা
এসব স্মৃতি আমায় তাড়িয়ে বেড়ায় অবিরত।
তোমার শরীরের উষ্ণতাপে আজও আমি
শীতের রাতে আরাম-আয়েশে ঘুমাতে পারি।
তোমার ইনবক্সে কিছু প্রশ্ন জমে আছে
 দেখেছো নিশ্চয়ই,
তবে ---।