Home » » কাম টু ওয়ার্কের সহযোগীতায় কৃত্রিম পা পেলেন নাজমুজ সাকিব

কাম টু ওয়ার্কের সহযোগীতায় কৃত্রিম পা পেলেন নাজমুজ সাকিব

চিলাহাটি ওয়েব ডটকম : 08 May, 2019 | 5:39:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পরে হত দরিদ্র প্রতিবন্ধী নাজমুজ সাকিব একটি কৃত্রিম পা’ পেলেন কাম টু ওয়ার্কের সহযোগীতায়। বুধবার সকালে স্থানীয় বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর উদ্যোগে বিনামূল্যে কৃত্রিম পা’ বিতরণ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে। এসময়ে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, কাম টু ওয়ার্কের নির্বাহী পরিচালক মতিউর রহমান, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোফাক্ষারুল ইসলাম ফারুক প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাজুমুজ সাকিব আবারও আক্ষেপ করে বললেন যদি পনের মিনিট সময় পেতাম তাহলে ওদের মতো আমিও জিপিএ-৫ পেতাম। সাকিব সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন আগামীতে সকল পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সময় দেয়া হয়। সেই সাথে দেশের সকল প্রতিবন্ধীদেরকে বোঝা মনে না করে সম্পদ মনে করে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। পরে উপেজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষার সময়ের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধের চেষ্টা করবেন বলে আশ্বত্ব করা হয়। জন্মগতভাবে নাজমুজ সাকিব ডান পায়ের অর্ধেক ও দু’টি হাতের আংগুল বিহীন অবস্থায় এ পৃথিবীর আলো দেখেন। সদস্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া প্রতিবন্ধী নাজমুজ সাকিব এবারে জিপিএ-৪ পয়েন্ট ৫৬ পেয়েছে। অনুষ্ঠান সঞ্চালন করেন কাম টু ওয়ার্কের ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। নাজমুজ সাকিব ও তার পিতা পার্বতীপুর উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়নে অবস্থিত বে-সরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর প্রতি কৃতজ্ঞতা জানান।