Home » » বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার জীবন ও সম্পদ রক্ষা কমিটির ৬ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার জীবন ও সম্পদ রক্ষা কমিটির ৬ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 26 May, 2019 | 11:33:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে ৬দফা দাবী বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বড়পুকুরিয়া কয়লা খনির পাশ্ববর্তী ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্দ্যোগে আজ রোববার সকালে পাতরাপাড়া এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজনে করা হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ইব্রাহীম খলিল, সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেকে। কর্তৃপক্ষ প্রতিয়মান ব্যবস্থা না নিলে আগামী ১০ তারিখের পর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। বক্তারা আরও বলেন, খনির অভ্যন্তরে বিষ্ফোরণে সৃিষ্ট হয় কৃত্রিম ভূমিকম্প। মাঝ রাতে হঠাৎ বাড়ি ঘর কেঁপে ওঠায় শান্তিতে ঘুমাতে পারছেন না তারা। বিষ্ফোরণের কারণে ঘর বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। এতে যেকোন সময়ে দেয়ালে ধ্বসে মৃত্যুর আশংকায় দিনাতিপাত করছেন তারা। শুধু তাই নয়, পুকুরে পানি থাকলেও মাটিতে ফাঁটল ধরার পার্শ্ববর্তী পুকুরে পানি থাকছে না বলেও অভিযোগ এলাকাবাসীর। তদন্ত সাপেক্ষে খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার জন্য এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।