Home » » যেভাবে দ্রুত এসএসসির ফল ডাউনলোড করবেন

যেভাবে দ্রুত এসএসসির ফল ডাউনলোড করবেন

চিলাহাটি ওয়েব ডটকম : 05 May, 2019 | 11:19:00 PM

চিলাহাটি ওয়েব,ঢাকা অফিস : আগামীকাল সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সাধারণত মোবাইলের মাধ্যমে এসএমএস, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায় এসএসসি ও সমমানের ফল। কিন্তু ফলাফল ডাউনলোড করতে সাধারনত www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ঢুকে থাকেন শিক্ষার্থীরা।
ফল প্রকাশের পর একযোগে লাখ লাখ শিক্ষার্থী একই ওয়েবসাইটে ঢোকায় তা ঠিকমতো কাজ করে না। আগের বছরগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে। তাই এবার ফল ডাউনলোড করতে একাধিক মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।