Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী চিহ্নিতকরণ ও শিশু যতœ বিষয়ক প্রশিক্ষণ

পার্বতীপুরে প্রতিবন্ধী চিহ্নিতকরণ ও শিশু যতœ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : 05 May, 2019 | 11:23:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ডিআরআরএ লিলিয়ান ফন্ডস এর সহযোগীতায় পিআরআইসিডি প্রকল্পের পার্বতীপুরের স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) আয়োজনে পার্বতীপুরে প্রতিবন্ধী চিহ্নিতকরণ, রেফারেন্স লিংকেজ ও শিশু যত্ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সংস্থাটির প্রশিক্ষন হল রুমে বেলা ১১ টায় কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) নির্বাহী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে এ দুই দিন প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মাফি। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রজব আলী। এ প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও প্রতিবন্ধী শিশুদের মায়েরা অংশ গ্রহণ করে। এ প্রশিক্ষণ আজ সোমবার শেষ হবে।