Home » » সুন্দরগঞ্জে অজ্ঞাত ফুলের উদ্ভব

সুন্দরগঞ্জে অজ্ঞাত ফুলের উদ্ভব

চিলাহাটি ওয়েব ডটকম : 05 May, 2019 | 11:14:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে একটি অজ্ঞাত ফুলের উদ্ভব ঘটেছে। 

ফুলটি দেখার জন্য প্রত্যহ ঐ বাড়িতে জনতার ঢল দেখা দিয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে উক্ত গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র শেখ আলী আজাদের বাগানে হঠাৎ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 

পরেরদিন সকালে একটি ফুল দেখা দেয়। এ ব্যাপারে আলী আজাদ ও তার স্ত্রী শাহেনা বেগম বলেন- প্রথমে ফুলটির রং ছিল গাঢ় খয়েরী। ধীরে ধীরে তা স্যাঁতস্যাঁতে (খয়েরী) রংয়ে পরিবর্তন হয়। 
ফুলটি ফোঁটার পর মৌমাছি বসে। এরপর থেকে আর কোন মাছি বসে না। প্রত্যহ ফুলটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজনের ভীর দেখা দিয়েছে। তবে এ ফুলের নাম জানা যায়নি।