মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ব্যাবসায়ীর কাছে র্যাব সদস্যের পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় গোলাম কাদের জিলানী (২৫) নামে এক যুবক। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন পুষনা মোতাপাড়া গ্রামের শমসের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯ টার দিকে গাড়াগ্রাম টেপার হাটে। পরে উত্তম মাধ্যম দিয়ে এলাকাবাসী তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গোলাম কাদের জিলানী গতকাল বুধবার রাত ৯ টার দিকে গাড়াগ্রাম টেপার হাটের মুদি ব্যবসায়ী মনোয়ার হোসেনের দোকানে গিয়ে র্যাব সদস্যের পরিচয় দিয়ে ক্যামেরা দিয়ে দোকানের ছবি তুলে। তার দোকানের বিভিন্ন পণ্যের ত্রুটি বের করে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় দোকানের আশপাশে অনেক মানুষ জড়ো হয়। চাঁদার টাকা নেয়ার সময় ওই ভুয়া র্যাব সদস্যের অসংলগ্ন কথা বার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন, জিঞ্জাসাবাদ শেষে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হবে।