Home » » কলেজের প্রভাষক কে মারধরের প্রতিবাদে ফুলবাড়ীতে শিক্ষকদের প্রতিবাদ সভা ও মানবন্ধন

কলেজের প্রভাষক কে মারধরের প্রতিবাদে ফুলবাড়ীতে শিক্ষকদের প্রতিবাদ সভা ও মানবন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 May, 2019 | 11:35:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পাবনা সরকারী বুলবুল কলেজে এস,এস,সি পরীক্ষায় অনৈতিক সুবিধায় বাঁধা দেওয়ার কারণে ছাত্র নামধারী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় বি,সি,এস সাধারন শিক্ষার সদস্য মোঃ মাসুদুর রহমান প্রভাষক বাংলা বিভাগ এর উপর ছাত্রনামধারী সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার ঘটনায় ফুলবাড়ী সরকারী কলেজের সকল শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ কলেজ চত্তর এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজে চত্তরে প্রতিবাদ সভা শেষে ঘন্টাব্যাপি এক মানব বন্ধন করেন। সরকারী কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারী কলেজের উপধ্যক্ষ মো: আহসান হাবীব, বি,সি,এস সাধাণর শিক্ষক সমিতির ফুলবাড়ী সরকারী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো: সামিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ জান্নাতুল ফেরদৌস, ফুলবাড়ী সরকারী কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম ভুইয়া। ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষকরা বক্তব্যে বলেন, পাবনা সরকরী বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানের উপর সন্ত্রাসীদের ন্যাক্কার জনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাই। এবং ঐ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সাথে কর্মস্থলে নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট আহব্বান জানান। এ সময় ফুলবাড়ী সরকারী কলেজের সকল শিক্ষক ও কলেজের ২ শতাধিক ছাত্রছাত্রী মানব বন্ধনে উপস্থিত ছিলেন।