Home » » প্যারাগন কোম্পানীর লোম্যান জাতের মুরগীর বাচ্চা খামারে-খামারে মুরগীর মৃত্যুর মিছিল

প্যারাগন কোম্পানীর লোম্যান জাতের মুরগীর বাচ্চা খামারে-খামারে মুরগীর মৃত্যুর মিছিল

চিলাহাটি ওয়েব ডটকম : 04 May, 2019 | 11:24:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে ও পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের ২০/ ২৫ জন খামারী প্যারাগন কোম্পানীর লোম্যান নতুন জাতের মুরগীর বাচ্চা কিনে খামারে ঢুকানোর পর থেকে প্রতিদিন শত-শত মুরগীর বাচ্চা মরে যাওয়ায় চরম লোকসানের মুখে খামার ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ এসব মুরগীর খামার ব্যবসায়ীদের মুখে শুধু দু:চিন্তার ছাপ। দাড়িদহ কুফা এলাকার মুরগী খামার ব্যবসায়ী লাজু(৩০)জানান, দাড়িদহ বাজারের প্যারাগন কোম্পানীর ডিলার মোস্তফার নিকট থেকে প্যারাগন কোম্পানীর লোম্যান জাতের ১৫০০ বয়লার মুরগী বাচ্চা খামারে ঢুকানোর পর থেকেই গত কয়েকদিনে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি করে সবগুলি মুরগীর বাচ্চা প্যারালাইষ্ট হয়ে পঁচে মরে গেছে।তিনি আরও জানান,মুরগীর বাচ্চাগুলি মারা যাওয়ার সাথে সাথে ডা.দেখালে কোন ওষুদে কাজ হয়নি। পরে একাধিক ডা.দেখালে টিম গঠন করে জানা যায়, প্যারাগন কোম্পানীর লোম্যান জাতের মুরগীর বাচ্চা গুলি নতুন জাত এবং ম্যাচুয়েট না হয়নি, এমনকি কোম্পানী পর্যাবেক্ষন ছাড়াই মুরগীর বাচ্চা বাজারজাত করায় মুরগীর বাচ্চাগুলি প্যারালাইষ্ট হয়ে পঁচে মরে যাচ্ছে।ওই খামারী আরও জানান তার মুরগীর বাচ্চা মরে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। একই এলাকার খামারী সাইফুল ইসলাম জানান,প্যারাগন কোম্পানীর লোম্যান জাতের ১৫০০ মুরগীর বাচ্চা কিনে খামারের ঢুকানোর পর থেকে কয়েক দিনে প্যারালাইষ্টর হয়ে মুরগী মরে সাফ হয়ে গেছে।তিনি আরও জানান,তার খামারী জীবনে এমন ক্ষতির সন্মূখীন কখনও হননি।তার মত বাবুলসহ ২৫/৩০জন খামারী প্যারাগন কোম্পানীর মুরগীর বাচ্চা কিনে বাচ্চগুলি মরে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন খামারীরা।এ বিষয়ে দাড়িদহ বাজারের প্যারাগন কোম্পানীর ডিলার মোস্তফার বক্তব্য জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।এ বিষয়ে প্যারাগন কোম্পানীর এরিয়া ম্যানেজার মাইনুর রহমান জানান,গত ১৭/১৮ তারিখের মুরগীর বাচ্চার চালানটির সমস্যা ছিল।তাই যে সকল খামারী এসব মুরগীর বাচ্চা কিনে মুরগীর বাচ্চা মরে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন।তাদের ব্যাপারে কোম্পানী ক্ষতিপূরন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তাদেরকে ক্ষতিপূরন দেয়া হবে।