ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে
অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সদরের বাদিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, সকালে ঢাকা থেকে
লালমনিরহাটগামী লালমনি কক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু
হয়েছে।
তিনি বলেন, সকালে বাদিয়াখালি এলাকায় রেললাইনের ওপর ট্রেনে কাটা মৃতদেহটি দেখতে
পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায় স্খানিয়রা।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।