Home » » আটোয়ারীতে ঘুর্নিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাপক ক্ষয়ক্ষতি

আটোয়ারীতে ঘুর্নিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাপক ক্ষয়ক্ষতি

চিলাহাটি ওয়েব ডটকম : 03 May, 2019 | 9:37:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটেয়ারী,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে ঘুর্নিঝড় ফণী’র আংশিক প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ফণী’র প্রবনতা লক্ষ্য করা গেছে। এতে বহু ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খ্ুঁটী সহ উঠতি ফসল এবং গৃহপালিত পশু সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। উপজেলার বারআউলিয়া মাজার শরিফ দাখিল মাদ্রাসা, বড়সিংঙ্গিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বালক উচ্চ বিদ্যালয় সহ রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎমোড়, ঘোরাডাঙ্গা, তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া, আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগীয়া, রামপুর, রাখালদেবী, বলরামপুর ইউনিয়নের লীলারমেলায় সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে সরজমিনে গিয়ে দেখাগেছে। এ ঘটনায় বুধবার রাত হতে অদ্যাবধী সম্পুর্ন উপজেলা বিদ্যুৎ বিহীন রয়েছে। এদিকে ঘুর্নিঝড় ফণী মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বিদ্যালয়ের ভবন সহ নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার আহবান জানিয়ে মাইকিংয়ের ব্যবস্থা করে মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানায় উপজেলা প্রশাসন ও রাধানগর ইউপি চেয়ারম্যান। এ দিকে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে শুক্রবার বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় উপসনালয়ে ঘুর্নিঝড় ফণী মোকাবেলায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমি সহ ত্রাণ কর্মকর্তা সার্বক্ষনিক ভাবে ঘুর্ণিঝড় ফনি মোকাবেলায় প্রস্তুত আছি।