Home » » জীবনসাথী

জীবনসাথী

চিলাহাটি ওয়েব ডটকম : 03 May, 2019 | 12:57:00 AM॥ নীলিমা শামীম ॥ 

তুমি যদি চোঁখ রাখো মোর এই চোঁখেরও পরে
থাকো যদি ভালো -মন্দ যাই করি হাত ধরে,
পরোয়া করি না আর দুনিয়া দারির কাউকে
বলুক যা খুশি বলে অন্য লোকে
নিশীত শীতের কনকনে ঠান্ডা অবুঝ প্রভাতে
ছুঁয়েছিলে হাত দুটি মধুর সেই কিশোরীর দৃষ্টিতে,
বুঝে উঠার আগেই শঁপেছিলাম কিভাবে নিজেকে
সেইক্ষনের স্মৃতি স্মরণ করায় ক্ষনিক আজো আমাকে
জীবনে যতকিছুই ছিল আমার চাওয়া পাওয়া
হূদয় দ্বিখন্ডিত করে দিয়েছো উজাড় করে আমায়,
বিধাতার কাছে হাতজুড়ি শুধুই আজ রইলো এই মিনতি
ভালো রেখো আল্লাহ তুমি সদায় মোর প্রানপ্রিয়কে করছি আরতি
 বার তারিখ মে মাসে এসেছিলো মোর জীবনে আগুন্তুক হয়ে সে 
শত ঝড়ঝঞ্জায় ছাড়েনি সাথ এই অবুঝ বোকা সোকা পাগলীর হাত সে
ভ্রমনের নামে দেশ বিদেশের মাটিতে ঠাই দাঁড়িয়ে রয় শুধুই পাশে
যে বিসর্জন দিতে পারে এই দুনিয়াদারি মোর খুশী আর আনন্দাল্ল্যাসে