Home » » মন পাখি

মন পাখি

চিলাহাটি ওয়েব ডটকম : 03 May, 2019 | 12:09:00 AM


॥ ফজলে রাব্বি নবাব ॥ 

 মন মরা মন থাকিস পাখি
আরতো ডাকিস না,
কোন কারণে ঢাকিস আঁখি
সুরতো হাঁকিস না।
মন কেন তোর নীরব ছিল
খুলেও বলিস না,
ভন ধরে ক্যান এমন হল
ভুলেও চলিস না।
মন পাখি তুই যাতিস উড়ে
অচিন দেশের গাঁয়,
কোনখানে তোর বসত ওরে
 সুদূর সীমানায়?

পাখিটার আঁখি জলে,
অবিরাম পাহাড় ঢলে।
বিষাদী ঝরণা বহে,
কত আর হৃদে সহে।
যাতনে ভেজা আঁখি,
 পারাবার শুধুই বাকি!