॥ মিনু আহম্মেদ ॥ -লন্ডন হইতে
আদর করে পোষলাম আমি
সোনার ময়না পাখি।
সেই পাখিটি উড়ে গেলো
দিয়ে মোরে ফাঁকি।
ভালোবাসার যত্নে গড়া
আমার এই ঘর
ছেড়ে গেলে আমায় করে পর।
কান্দি আমি দিবানিশি
শূন্য খাঁচা শূন্য আঁখি,
তুই বিহনে কেমনে থাকি।
পাগল আমি তুই বিহনে
চোখ যে পোড়ায় তোকে না দেখলে
আমার ময়না পাখি।
তুই যে আমার নয়ন মনি
চাঁদের জ্যোৎস্না।
তুই যে আমার শুকতারা
আমার ঝর্ণা ধারা।
আমারই ময়না।