Home » » কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স গ্রহণ করলেন সাংসদ আদেল

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স গ্রহণ করলেন সাংসদ আদেল

চিলাহাটি ওয়েব ডটকম : 02 May, 2019 | 11:28:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দীর্ঘ দিন পর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগী বহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিকাল বৃহস্পতিবার একটি এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের হাতে। গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভাষণকালে নীলফামারী-৪ আসনের সাংসদ কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরী ভিত্তিতে একটি এ্যাম্বুলেন্সের জোড়ালো দাবী জানান। তিনি হাসপাতালটির জনবল সংকটের চিত্রও তুলে ধরেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার একটি এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের হাতে। এদিকে চাবী হস্তান্তরের সংবাদে কিশোরগঞ্জ উপজেলায় মুখে মুখে শোনা যাচ্ছে- ভাগ্য খুলতে শুরু করেছে কিশোরগঞ্জবাসীর। এ্যাম্বুলেন্সের চাবী গ্রহণ শেষে মুঠোফোনে তিনি জানান- আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জবাসীর স্বাস্থ্য সেবার উন্নত সুযোগ দানের জন্য বর্তমান সরকার একটি এ্যাম্বুলেন্স আমার হাতে হস্তান্তর করেছে। উল্লেখ্য যে, ১৯৯৭ সালে একটি এ্যাম্বুলেন্স দেয়া হলেও তা অচল প্রায়।