Home » » পার্বতীপুরে কাম টু ওয়ার্কের ইশারা ভাষা প্রশিক্ষণ এর উদ্বোধন

পার্বতীপুরে কাম টু ওয়ার্কের ইশারা ভাষা প্রশিক্ষণ এর উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 29 May, 2019 | 11:39:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরের স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থ্য কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) পিআরআইসিডি প্রকল্পের মাধ্যমে বুধবার ২৯ মে শিক্ষকদের নিয়ে দুই দিন ব্যাপী ইশারা ভাষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। এ প্রশিক্ষণটি বৃহষ্পতিবার শেষ হবে। সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। এ প্রশিক্ষণে উপজেলার মন্মথপুর ও মোমিনপুর ইউনিয়নের ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেয় । এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রুমা আক্তার ও শফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর সহকারী অডিটর ডাঃ ধরনী কান্ত বর্মন, আইটি অফিসার জাহেনুর আলম, ফোকাল পার্সন মোকারম হোসেন মানিক ও ফিজিও থ্যারাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।