Home » » ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 27 May, 2019 | 11:14:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল অনুষ্ঠিত। গতকাল ২৬ মে রবিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি’র সদর দপ্তরের সভাকক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতেই মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায়ের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার মোঃ সোহরাব হোসেন ভুঁইয়া (পিএসসি), ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) সুধিজনের উদ্দেশ্যে ইফতার মাহফিলের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে ২০ বিজিবি জয়পুরহাটের পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, ফুলবাড়ী বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ,প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।