Home » » পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে চিরিরবন্দরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে চিরিরবন্দরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 22 May, 2019 | 4:13:00 PM

আগামী ২৫ মে থেকে চালু হওয়া ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনে যাত্রা বিরতি না থাকায় যাত্রা বিরতির দাবীতে ।
আজ বুধবার চিরিরবন্দর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আইয়ুবুর রহমান শাহ’র নের্তৃত্বে এলাকাবাসী চিরিরবন্দর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম সরকারসহ এলাকার শতাধিক সাধারন মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে।