Home » » বাবার চালানো ট্রাক্টরে পিষ্ট হয়ে নিজ শিশুর মৃত্যু

বাবার চালানো ট্রাক্টরে পিষ্ট হয়ে নিজ শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 01 May, 2019 | 11:22:00 PM

এস.এম.রকি, খানসামা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :দিনাজপুরের খানসামায় বাবার চালানো ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুপুত্র মো.জিসান (৪) এর মৃত্যু হয়েছে। 
 বুধবার (১ মে) সকাল সাতটার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান একই এলাকার ভাবকী গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
 নিহত শিশুর প্রতিবেশী মোসাবেরুল (২৫) জানায়, সকালবেলা গাড়ির নিচে শিশু জিসান খেলা করছিলো এইসময়ে অজান্তে শিশুটির বাবা নিজ বাসা থেকে ট্রাক্টর বের করার সময় গাড়ি নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 
এ বিষয়ে ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।