Home » » কি লিখব এখন ?

কি লিখব এখন ?

চিলাহাটি ওয়েব ডটকম : 18 May, 2019 | 12:05:00 AM


> সেলিনা জাহান প্রিয়া < 

কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
 ক'যুগ আগে মৃত্যু হওয়া কবিরা জীবন্ত বাতাসে
তাদের নিঃশ্বাস থেকে প্রেম আর বিদ্রোহের শব্দ -
আমি কান পেতে শুনতে পাই তাদের আহ্বান ,
তারা মৃত্যুকে জয় করে লক্ষ প্রানে চাষ করছে
সত্য সুন্দর প্রেম বিদ্রোহের এক সবুজ বিপ্লব । 

 কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
আকাশের ঠিকানায় লেখা চিঠি গুলো তো
নক্ষত্র হয়ে ঝরে পড়ছে দেশ দেশান্তরে পথে
কখনো বা ঝড় তুফানে বৃষ্টি হয়ে ঝরছে--
অন্ধের চশমা পড়ে ভান ধরে ঘুমিয়ে থাকা
একদিন জ্বলে যাবে না হয় ভেসে যাবে তারা ।

 কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
বুক সেলফের বই গুলো ধুলো জমে জমি হয়েছে -
চাষারা চিৎকার দিয়ে জমিতে আগুন দিচ্ছে
সোনা ঝরা কৃষকের ঘাম নব্য নীলকরের দখলে
যুবকেরা বিপ্লব ভুলে প্রযুক্তির গোলাম হয়েছে
নদী খাল গুলো এখন মৃত্যুর নিঃশ্বাস নিচ্ছে ।

কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
অসভ্যদের দখলে সভ্যতা সকল সফতলা
যুদ্ধেই যেখানে সমাধানের শেষ পথ মনে হয়
সেই খানে ধর্ম মানতা শুধু মুখের সান্ত্বনা মাত্র
পুঁজিবাদের নীল নক্সায় বিক্রিয় জ্যে যায়
একটি দেশের কোটি কোটি স্বপ্নের মাথা ।

 কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
 তবু রোদ্রদের জন্ম আজন্ম সত্য লেখার জন্য
নজরুলের জন্ম হয় বিদ্রোহ সৃষ্টি করতে
রবি ঠাকুরের জন্ম হয় প্রেমের বানী ছড়াতে
সব কবিরা জন্মে নতুন প্রজন্মের জন্য
তাদের বেচে থাকার অর্থ কি তাই লিখে যেতে ।

 কলম নিয়ে, কাগজ নিয়ে কি লিখব এখন ?
 সার্থক জন্ম আমার কত জ্ঞানীর কথা আজ
ইথারে ভেসে আসে সুগন্ধ নিয়ে বসন্তের মতো
শত বর্ষ পড়ে কবিকে সরণ করে নেচে গেয়ে
আমিও কবিদের প্রেমে আমার প্রেমের শ্বাস নেই
তাদের কথায় দেশের জন্য প্রেমে পড়ে কোটি প্রান ।