Home » » ডোমারে কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ডোমারে কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 16 May, 2019 | 11:30:00 PM

আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : জেলার ডোমারে বিদ্যালয় থেকে ঝড়ে পড়া এবং বাল্য বিবাহের কারন ও প্রতিকার বিষয়ক কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও আর,ডি,আর,এস বাংলাদেশের সহযোগীতায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নীলফামারীর উপ-পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন,আরডিআরএসের প্রকল্প সমন্বয়কারী মোঃ সিদ্দকুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সিফোরডি সমন্বয়কারী মোঃ মোকাদ্দেছ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপজেলার দশটি স্কুলের প্রধান শিক্ষক,স্কুলের শিক্ষার্থী, ঝড়েপড়া শিক্ষার্থী,পেশাজীবি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা শেষে উন্মুক্ত আলোচনায় স্কুলের ছাত্র/ছাত্রীরা বাল্য বিয়ের কারন ও ঝড়ে পড়ার কারন ও প্রতিকার সমন্ধে অত্যান্ত মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করেন। ঝড়েপড়া ছাত্র/ছাত্রীরা আবারো তাদের স্কুলের পড়ার কথা জানালে, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা তাদের স্বাগত জানিয়ে তাদের বাবা-মাকে সাথে নিয়ে তার সাথে দেখা করার কথা জানান। অনুষ্ঠানে সাংবাদিক,ছাত্র/ছাত্রী ও জনপ্রতিনিধিরা বাল্য বিয়ে প্রতিরোধ ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার বিষয়ে আলোচনা করেন।