Home » » মাহে রমজান

মাহে রমজান

চিলাহাটি ওয়েব ডটকম : 15 May, 2019 | 4:29:00 PM

॥ পাপিয়া আক্তার ॥

আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ দান
আবার এসেছে মাহে রমজান।
 সালাত সাওম রিজিকে থাকো
নিজেকে সিয়াম সাধনে রাখো।

 দিনের বেলায় পানাহার বর্জন
করো স্রষ্টার নৈকট্য অর্জন।
দিনেতে মা - বাবার খেদমতে
রাতে থাকো আল্লাহর ইবাদতে।

লাইলাতুল কদর এমাসে আছে
মহিমান্বিত রজনী নয়যে মিছে।
 নফলের সোয়াব ফজরের সমান
তাইতো রোজা রাখে মুসলমান।

ঘুচবে মোমিনের কুলষ কালিমা
পরিপূর্ণ আত্মশুদ্ধি করো সাধনা।
হিংসা বিদ্বেস রেখোনাকো জমা
তবেইতো আল্লাহ করবেন ক্ষমা।

শোন হে তোমরা আদম সন্তান
সমাপ্ত হয়েছে আরবীর শাবান।
রোজাদার পাবে পুরস্কার রাইয়্যান
তাহাজ্জুতের পূন্যে হও ধনবান।

 হে আল্লাহ রমজানের উসিলাতে
মুক্তি যেনো মিলেগো আখিরাতে।
সমস্ত কুপাপের হোক অবসান
ফকির মিসকিনকে করবো দান।