Home » » হৃদয়ের আকুতি

হৃদয়ের আকুতি

চিলাহাটি ওয়েব ডটকম : 14 May, 2019 | 12:54:00 PM
॥ গোলাম কিবরিয়া ॥ 

আক্ষেপের ভিড়ে হারায়না কভু সৃষ্টি সুখের উল্লাস,
সুখের ফোয়ারায় সিক্ত করো হৃদয়ে জমানো নির্যাস।
একেবেকে চলা জীবনের গলি পথ মসৃণ হয়নি কভু,
দীপ্ত মনোবলে সমুখে এগুবে হতাশায় ডুবিবেনা তবু।

দুঃখের আকুতি হৃদয়ে জমিয়ে পাষানে বাঁধিয়া বুক,
নয়নাশ্রু ঝরিয়ে মনের গভীরে পাবে না কভু সুখ !
সৃষ্টির উল্লাসে ভালোবাসার নির্যাস প্রেমাঙ্গিনায় ফোটা ফুল,
বাসনার প্রভাব কামনার উত্তাপে যাহা ছিল সবই ভুল।

 ভ্রমরের গুঞ্জন, নুপুরের নিক্কন ছন্দময় জীবনের গান,
নীরবে নিভৃতে প্রীতিময় স্মৃতিতে আজো যাহা অম্লান।
দৃষ্টির আড়ালে যা কিছু হারালে বর্ষণে প্লাবিত আঁখি,
স্বপ্নের নির্যাসে প্রেমময় বিশ্বাসে অন্তরের গহীনে মাখামাখি।

 বিরহ বেদনা দুঃস্বপ্নের যাতনা পাষানে বাঁধিয়া বুক,
বিসর্জন দিয়েছিনু পুলকিত মনে জমিয়ে রাখা যত সুখ।
সৌরভে গৌরবে জৌলুসে উল্লাসে প্রেমময় জীবনের ছন্দ,
 জীবন সায়াহ্নের নিভু নিভু প্রদীপ অচিরেই হবে বন্ধ।

 আকুতি মিনতি গড়িব সম্প্রীতি ভেদাভেদ হীন এ সমাজ।
মুক্তমনা সুধী জন মিলে তুলিবে এমন আওয়াজ।