Home » » দিনাজপুরে সপ্তাহব্যাপী ভুমি সেবা মেলা সফল করতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে সপ্তাহব্যাপী ভুমি সেবা মেলা সফল করতে সংবাদ সম্মেলন

চিলাহাটি ওয়েব ডটকম : 09 April, 2019 | 11:22:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : “বদলে গেছে দিনকাল, ভুমি ব্যবস্থাপনা হলো ডিজিটাল” শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতে সকল ভুমি কার্যালয়ে সপ্তাহব্যাপী ভুমি সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসন সাংবাদিক সম্মেলন করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জয়নুল আবেদীন ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল জেলায় অনুষ্ঠিত ভুমি সেবা সপ্তাহ সফল ও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে আয়োজিত সম্মেলনে বিভিন্ন তথ্যমূলক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, জেলার ১৩টি উপজেলা, রাজস্ব কার্যালয়, ৯টি পৌরসভা এবং ১০২টি ইউনিয়ন পরিষদ ভুমি কার্যালয়ে সপ্তাহব্যাপী ভুমি সংক্রান্ত জনসাধারণের ডিজিটাল পদ্ধতিতে সেবা কার্যক্রম সফল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভুমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড মাধ্যমে জনগনের কাছে আরও সহজ ও কম খরচে সেবা প্রদানের লক্ষ্যে এই সেবা কাজ করবে। ভুমি কার্যালয়ের সম্মুখে ভুমি সেবা ক্যাম্প স্থাপন করে ই-নামজারী সেবা প্রদান, ভুমি উন্নয়ন কর আদায়, নামজারির আবেদন গ্রহণ ও নিস্পত্তি, খাসজমি বন্দোবস্তের আবেদন গ্রহণ ও কবুলিয়ত প্রদান, রিভিউ ও বিভিদ মোকদ্দমার আবেদন গ্রহণ, জরিপ সংক্রান্ত কার্যক্রম প্রদর্শন, ভুমি অধিগ্রহন কার্যক্রম, গুচ্ছগ্রাম সম্পর্কিত বিষয়াদি প্রদর্শন ও সার্টিফিকেট মামলা সংক্রান্ত ব্যাংকের কার্যক্রম প্রদর্শনসহ ভুমির সকল সেবা প্রদান করা হবে। বিষয়টি সকল স্তরের জনসাধারণের দৃষ্টিগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বজলুল রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সদর সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক রতন সিং, রোস্তম আলী মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।