Home » » গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস

গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : 07 April, 2019 | 11:40:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্হ্য দিবস। সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রখে পালিত হয় এ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ০৭ এপ্রিল রবিবার গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল চত্বর থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার রাওহাত গাওহারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আ.খ.ম. আসাদুজ্জামান, জেলা বিএমএ সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া দিনভর গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।