Home » » নুসরাত হত্যাকারীর ফাঁসির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন

নুসরাত হত্যাকারীর ফাঁসির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 17 April, 2019 | 11:52:00 PM

আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওযেব : ফুলবাড়ীতে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী নিমতলা মোড়ে নুসরাত হত্যাকারীর ফাঁসি চাই, নারী-শিশু ধর্ষনকারীদের বিচারের প্রতিবাদে মানববন্ধন রচনা করা হয়। উক্ত মানববন্ধনে বিপ¬বী ছাত্রমৈত্রী, বাংলাদেশ কম্পিউটার, ফুলবাড়ী প্রেসক্লাব, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় স্ব-স্ব ব্যানারে একত্রিতভাবে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগের ফুলবাড়ী শাখা সম্পাদক, সঞ্জিত প্রসাদ জিতু, মো. শহিদুল ইসলাম, পরিচালক,বাংলাদেশ কম্পিউটার, ফুলবাড়ী, মো. আজিজুল হক সরকার, সহ-সভাপতি, ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী, দিনাজপুর। বক্তারা মানববন্ধনে নুসরাত জাহান রাফি হত্যাকারী সহ সকল নারী ও শিশু ধর্ষনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন।