Home » » ডোমারে বিএনপির আহবায়ক কমিটি গঠন

ডোমারে বিএনপির আহবায়ক কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : 05 April, 2019 | 11:23:00 PM

আহসানুল কবীর জুয়েল,চিলাহাটি ওয়েব : ডোমারে দলীয় কর্মসূচিকে আরো গতিশীল করার লক্ষে দলীয় ত্যাগি নেতাদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দশটি ইউনিয়নের বিএনপির ত্যাগি নেতা ও পৌর ত্যাগি নেতাদের নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতি ক্রমে আহবায়ক রেয়াজুল ইসলাম কালু সদস্য সচিব আখতারুজ্জামান সুমনকে নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। একই সভায় আনিছুর রহমান আনু কে আহবায়ক ও মোজাফর আলীকে সদস্য সচিব নির্বাচিত করিয়া পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।