Home » » মহীমান্বিত মেয়ে

মহীমান্বিত মেয়ে

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2019 | 11:39:00 PM


॥ ওমর ফারুক ॥ 

উদার মনে থাকবে গাঁথা
নাম তার নুসরাত,
নিরুপায় হয়ে থানায় গিয়ে
পায়নি সাহায্যের হাত।

অস্থিরতা সাথে নিয়ে
পরীক্ষা দিতে গেলো,
নিরাপদ তো দূরের কথা
আগুন গায়ে পেলো।

 এই দুনিয়ায় পরীক্ষা দিলো
পুড়া গায়ের যন্ত্রনায়,
শেষ সতীত্ব ধরে রাখে
জান্নাত পাওয়ার শান্তনায়।


প্রতিবাদে সক্রিয় সে
গুরুতর অবস্থায়,
চার দিন পরে পৃথিবী থেকে
নিয়ে গেল বিদায়।

আধুনিক যুগে সে ছিল
 মনোযোগী ছাত্রী,
শহীদা হয়ে পূর্ণ হয়
পরকালের যাত্রী।

সহপাঠী সবার সাথে
 বন্ধুতপূর্ণ ছিলো,
কেউ কেউ শুত্রু হয়ে
আগে আগুণ দিলো।

 কলঙ্কীত জীবন ছেড়ে
 হলো ভাগ্যবতী,
 তার ভাগ্যে শহীদা ছিলো
ছিলো ভাগ্য অতি।

মৃত্যু হলো তার জন্য
আনন্দ দায়ক,
যদিও পুড়া দেহে তার
কষ্ট ছিলো ভয়ানক।

 হাজার হাজার মানুষ ছিল
মেয়ে লোকের জানাজায়,
দোয়া নিয়ে গেলো সবার
 স্বাভাবিক ভাবে জানা যায়।

 ফিরে পেলো না সে তার
উপযুক্ত অধিকার
 মহীমান্বিত মেয়ে সে
বলতে চাই না অধিক আর।