Home » » আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2019 | 12:43:00 AM

এ রায়হান চৌধূরী রকি, আটেয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, সোমবার সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে মৃত আনারুল ইসলামের পুত্র অটো চালক আরিফিন ইসলাম (৩৫) চার্জে থাকা অটোটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করা শুরু করেন। চিৎকার শুনে পাশে দাড়িয়ে থাকা কাটালী ভেটুপাড়া গ্রামের খাদিম উদ্দিনের ছেলে মোঃ দবিরুল ইসলাম (৩০) তাকে বাচাঁতে গেলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে পরেন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের আটোয়ারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দবিরুলকে হাসপাতালে ভর্তি করেন এবং অটো চালক আরিফিন ইসলামকে মৃত্যু ঘোষনা করেন।