Home » , » হুমায়ুন কবীর বসুনীয়ার ২৩ তম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ুন কবীর বসুনীয়ার ২৩ তম মৃত্যুবার্ষিকী আজ

চিলাহাটি ওয়েব ডটকম : 29 April, 2019 | 1:00:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : আজ ২৯ এপ্রিল বিশিষ্ট সমাজ সেবক,খানকায়ে কারামতিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হুমায়ুন কবীর বসুনীয়ার ২৩ তম মৃত্যুবার্ষিকী। 

১৯৯৬ সালের এই দিনে তিনি কলকাতা বেরুনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে চিলাহাটি ওয়েব ডটকম পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছে। 

১৯৬৫ সালে নীলফামারী জেলার চিলাহাটির বসুনীয়া পাড়ায় জন্মগ্রহনকারী হুমায়ুন কবীর বসুনীয়া উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম.জাফর সিদ্দীক বসুনীয়ার বড় পুত্র এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আপেল বসুনীয়ার বড় ভাই। 
১৯৮২ সালে এস.এস.সি এবং ১৯৮৪ সালে এইচ.এস.সি পাশের পর ১৯৮৮ সালে গ্রামীন ব্যাংক সিরাজগঞ্জ শাখায় কর্মী হিসাবে কাজ করেছিলেন তিনি।