Home » » ফুলবাড়ীতে ইএসডিও বাস্তবায়িত দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প পরিদর্শন

ফুলবাড়ীতে ইএসডিও বাস্তবায়িত দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2019 | 11:23:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকল্প পরিচালক কর্তৃক ইএসডিও বাস্তবায়িত দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প পরিদর্শন করেন। গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকল্প পরিচালক কর্তৃক ইএসডিও বাস্তবায়িত দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ রুহুল আমীন খান। এছাড়া সঙ্গে ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী আফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাছিনা ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান ও মোঃ রেজাউল করিম, ইএসডিও প্রকল্প ফোকাস পারসন ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর জামিনী কুমার রায়, দিনাজপুর জেলা স্কুল ফিডিং কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী মোঃ সামছুল আলম, মনিটরিং ও রিপোটিং অফিসার গৌতম কুমার রায়। এসময় ঐ দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোসাঃ শ্যামলী আখতার ও মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলার স্কুল ফিডিং কার্যালয়ের ফিল্ড মনিটর বৃন্দ। পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ রুহুল আমিন খান বলেন, আগামী জুলাই থেকে ফুলবাড়ী উপজেলায় মিড-ডে-মিল চালু করার ঘোষণা দেন। উল্লেখ্য যে, দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার স্কুল ফিডিং প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেন (ইএসডিও)।