Home » » বেতনের ১০ শতাংশ কর্তনের আদেশের প্রতিবাদে খানসামায় শিক্ষকদের মানববন্ধন

বেতনের ১০ শতাংশ কর্তনের আদেশের প্রতিবাদে খানসামায় শিক্ষকদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2019 | 9:18:00 PM

এস.এম.রকি,খানসামা প্রতিনিধি চিলাহাটি ওয়েব : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের জন্য কর্তনের আদেশের প্রতিবাদে খানসামায় মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় খানসামা উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা উপজেলা প্রশাসনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন। খানসামা উপজেলা শাখা শিক্ষক সমিতির সভাপতি ও নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোরন্জন রায়, খানসামা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, দুহশুহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আলম চৌধুরী, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহ সহ প্রমূখ । এ সময় বক্তারা বলেন, সরকার শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টে কোনো প্রকার বাড়তি সুবিধা না রেখে নতুন করে ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করেছে। যার মধ্যমে আমাদের সাথে এক প্রকার অন্যায় করা হচ্ছে। তাই আমাদের কথা বিবেচনা করে অবিলম্বে অতিরিক্ত চাঁদা কর্তন আদেশের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।