Home » » মোবাইল রাখায় ৭ পরীক্ষার্থী বহিস্কার

মোবাইল রাখায় ৭ পরীক্ষার্থী বহিস্কার

চিলাহাটি ওয়েব ডটকম : 24 April, 2019 | 10:31:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষায় ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সিটিটিউট কেন্দ্রে সাত পরীক্ষার্থীকে মোবাইল ফোন রাখার দায়ে বহিস্কার।
আজ বুধবার ডাটা ব্যাজ ম্যানেজমেন্ট সিস্টাম-২ বিষয়ের পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা তাদের বহিস্কার করেন। পরীক্ষার্থীদের রোল নম্বর গুলো- ৫১৩৭০৪, ৫১৩৭৬৩, ৫১৩১৫২, ৫১৩১৫৩, ৫১৩১৫৫, ৬১৩১৭০ ও ৫১৩১৭৮। কেন্দ্র সচিব আলমগীর হোসেন, পরীক্ষা চলাকারীন সময়ে ওই ৭ জনের কাছে মোবাইল ফোন থাকার কথা স্বীকার করেছেন। ওই কেন্দ্রে মোট ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে আজ বুধবার ৮ম দিনে ২৪৫ জন পরীর্ক্ষী অংশ নেয়।