বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
সড়ক মহাসড়কে রাতে দূর্ঘটনা এড়াতে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট অপসারণ করা হয়েছে।
ব্যাটারি চালিত অটো রিক্সা, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ব্যবহৃত এসব লাইট ভেঙ্গে দেয়া হয়। সেই সাথে পরবর্তীতে এ লাইট পুনারয় না লাগানোর জন্য নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হকের নেতৃত্বে রোববার দিনব্যাপী
শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, হলদীবাড়ি রেলগেট, রেলওয়ে স্টেশন পার্কসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার (ওসি) মোখলেছুর রহমান, এস অাই এম আর সাঈদসহ প্রশাসনের অনেকে।