Home » » পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 22 April, 2019 | 11:13:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টা ২৬ মিনিটে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। এসময় শপথ গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন মমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামীলীগ সভাপতি রুকশানা বারী রুকু। শপথ গ্রহণ অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।