Home » » মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের বিদ্যালয় পরিদর্শন

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের বিদ্যালয় পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : 18 April, 2019 | 10:42:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বিশ্ব খাদ্য প্রোগ্রাম কর্মসূচির আওতায় স্কুল ফিডিংয়ের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম মহিউদ্দীন আহাম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য প্রোগ্রামের ফিল্ড অপারেশন হাফিজা খান, বিশ্ব খাদ্য প্রোগ্রাম কর্মসূচির রংপুর বিভাগীয় প্রধান বিফীকা বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমরেশ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি মজিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা সৈয়দা নুজহাত জেরিনসহ অনেকে। পরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে বিশ্ব খাদ্য প্রোগ্রাম কর্তৃক দেয়া পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুটের উপকারীতার বিষয় তুলে ধরেন অতিরিক্ত সচিব।