Home » » কিশোরগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 11 April, 2019 | 11:37:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান পথ প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর অফিসের এসডিই শাহ্ মোঃ মোফাখ্খারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল হক। এসময় উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান মোঃ আবু সায়েম, মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যার মোঃ মারুফ হোসেন অন্তিক, এস এ ই মোঃ মিজানুর রহমান, ঠিকাদার মাসুদ করিম প্রমুখ।