মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বাল্য বিবাহ প্রতিরোধে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. হারুন অর রশীদ, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে ২৫ জন দপ্তর প্রধান, সাংবাদিক অংশগ্রহণ করে। ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।