॥ বদরুদ্দোজা বুলু ॥
একদিন কেঁদেছিলাম আর কাঁদবো না-ভালোবেসে।
একদিন করেছিলাম আর করবো না-মোবাইল ফোন।
একদিন কিনেছিলাম আর কিনবো না-চোরাই মালামাল।
একদিন কেটেছিলাম আর কাটবো না-লটারীর টিকিট।
একদিন খেলেছিলাম আর খেলবো না-জুয়া।
একদিন খুঁজছিলাম আর খুঁজবো না-ডুমুরের ফুল।
একদিন খুলেছিলাম আর খুলবো না-লুঙ্গী।
একদিন খেয়েছিলাম আর খাইবো না-মদ।
একদিন গিলেছিলাম আর গিলবো না-মাছের কাঁটা।
একদিন গেয়েছিলাম আর গাইবো না-গুনগান।
একদিন ঘুমেছিলাম আর ঘুমাবো না-ট্রেনে।
একদিন ঘুরছিলাম আর ঘুরবো না-টানবাজারে।
একদিন চড়েছিলাম আর চড়বো না-মাথার উপর।
একদিন চলছিলাম আর চলবো না-চোরের সাথে।
একদিন চেয়েছিলাম আর চাইবো না- মৃত্যু।
একদিন ছুঁয়েছিলাম আর ছুঁইবো না-লজ্জাবতী গাছ।
একদিন জ্বলছিলাম আর জ্বলবো না-প্রিয়ার কথায় ।
একদিন জমেছিলাম আর জমবো না-লবন।
একদিন ঝুলেছিলাম আর ঝুলবো না-বাসে।
একদিন টলেছিলাম আর টলবো না-ঘুমের ঔষধ খেয়ে।
একদিন ঠকেছিলাম আর ঠকবো না-নকল প্রসাধনী কিনে।
একদিন ডেকেছিলাম আর ডাকবো না- নাক।
একদিন ডুবেছিলাম আর ডুববো না-প্রেমের নদীতে।
একদিন দেখেছিলাম আর দেখবো না-ইউটুব।
একদিন ধরেছিলাম আর ধরবো না-কান।
একদিন নড়েছিলাম আর নড়বো না-মটরসাইকেলে বসে।
একদিন পুড়েছিলাম আর পুড়বো না-নষ্টার প্রেমে।
একদিন ফেঁসেছিলাম আর ফাঁসবো না-ভূয়া অফারে।
একদিন বসেছিলাম আর বসবো না-রাস্তায়।
একদিন বলেছিলাম আর বলবো না-ইয়ার্কির ছলে।
একদিন বেঁধেছিলাম আর বাঁধবো না-স্বপ্নে ঘর।
একদিন ভেবেছিলাম আর ভাববো না- নেতা হবো ।
একদিন ভুগছিলাম আর ভুগবো না-হতাশায়।
একদিন মারছিলাম আর মারবো না-কাউকে।
একদিন লিখেছিলাম আর লিখবো না-খারাপ কথা।
একদিন শুয়েছিলাম আর শুইবো না-রেল লাইনে।
একদিন শুনেছিলাম আর শুনবো না-অমার্জিত ভাষা।
একদিন সয়েছিলাম আর সইবো না-আঘাত ।
একদিন হেটেছিলাম আর হাটবো না-শত্র“র সাথে।
একদিন হেসেছিলাম আর হাসবো না-বোরখা পড়া দেখে।