Home » » আটোয়ারীতে পানি দিবস পালিত

আটোয়ারীতে পানি দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 11 April, 2019 | 11:26:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি.চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ব্যানার, ফেস্টুন সহ একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর প্রমুখ বিশ^ পানি দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।