Home » , , » চিলাহাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

চিলাহাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

চিলাহাটি ওয়েব ডটকম : 08 March, 2019 | 10:32:00 PM

 আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বিভিন্ন সংগঠনের র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সানফ্লাওয়ার স্কুল প্রঙ্গনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘ইন্ডিং চাইল্ড ম্যারেজ’ (ইসিএম) প্রকল্পের ডোমার উপজেলা সমন্বয়কারী কবির আলম।
এ সময় নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন যুব প্রচেষ্টার সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ইন্ডিং চাইল্ড ম্যারেজ’ (ইসিএম) প্রকল্পের ভোগডাবুড়ী ইউনিয়ন ফ্যাসিলিটেটর পারুল বেগম।