Home » , » চিলাহাটিতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

চিলাহাটিতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

চিলাহাটি ওয়েব ডটকম : 13 March, 2019 | 2:02:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : 'প্রাথমিক শিক্ষার দিপ্তী, উন্নত জীবনের ভিত্তি' এ প্রতিপাদ্যে নীলফামারী জেলার চিলাহাটিতে পালিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।
আজ বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে চিলাহাটি মাচেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি র‌্যালি চিলাহাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু,সহকারী শিক্ষকা ফাতেমা জোহরা, ইশরাত জাহান, রাকিবা বেগম, সাদিকা পারভিন, রওনক জাহান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীবৃন্দ। 
প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু বলেন- আগামী ১৩-১৯ মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চিলাহাটি মাচেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।